সিলেটসোমবার , ৯ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অসহায় রোহিঙ্গাদের অর্থসহায়তা প্রদান করলো বিশ্বনাথ মাদানীয়া

Ruhul Amin
জানুয়ারি ৯, ২০১৭ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেটের প্রয়াত বিশিষ্ট আলেম মাওলানা আশরাফ আলী শায়খে বিশ্বনাথী (র) প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানীয়া বিশ্বনাথ এর শিক্ষক, ছাত্র-ছাত্রীরা নিজেদের পক্ষ থেকে সাধ্যানুয়ায়ী নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশে আশ্রিত অসহায় রোহিঙ্গাদের। সম্প্রতি মিয়ানমার সেনাবাহিরীর আত্যাচার-নির্যাতন সহ্যকরতে না পেরে বাংলাদেশে আশ্রয় নেওয়ার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পেয়ে জামিয়ার কতৃপক্ষের অনুমতি সাপেক্ষে প্রায় ১লাখ টাকা (মহিলা-পুরুষ শাখা) থেকে স্বেচ্চায় মুক্ত হস্তে দান করা হয়। একই সাথে মাদানীয়া ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকের সেক্রেটারী হাফিজ হোসাইন আহমদ ও এই সহায়তায় শরীক হন। গত ৫ জানুয়ারী ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ককসবাজারের টেকনাফ,উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া অসহায় শিশু,নারী-পুরুষের  হাতে এই অর্থতুলে দেন।  প্রতিনিধি দলে ছিলেন জামিয়ার প্রিন্সিপাল মাসিক আল ফারুক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, জামিয়ার মুহাদ্দিস মুফতি খন্দকার হারুনুর রশীদ ও মাসিক আল ফারুক এর সহযোগী সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী।
এদিকে ককস বাজার সফর শেষে সোমবার সিলেট ফিরে সার্বিক পরিস্থিতি নিযে জামিয়ার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন মাওলানা শিব্বির আহমদ। এসময় তিনি বলেন, টেকনাফের পথে পথে অসহায় মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেখানে শিশু,নারী-পুরুষ মানববেতর জীবন যাপন করছে। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর জুলুম নির্যাতন বন্ধ না হলে সীমান্ত এলাকায় মানবিক বির্পযয় দেখা দিতে পারে আশংকা জনক হারে। তাই সরকারের উচিত দ্রুত আর্ন্তজাতিক ভাবে চাপ প্রয়োগ করে মিয়ানমারে গণহত্যা বন্ধ করতে হবে। আর্ন্তজাতিক সম্প্রদায় চাইলে অবশ্যই দ্রুত সমস্যার সমাধান হবে। কিন্তু রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে কারো পক্ষ থেকে উদ্দোগ নেয়া হচ্ছেনা।  তিনি বাংলাদেশ সরকারকে অসহায় মজলুম মানুষের পক্ষে জোরালো পদক্ষেপ নেওয়ার আহবান জানান।